রবিবার ৩ আগস্ট ২০২৫ ১৯ শ্রাবণ ১৪৩২
রবিবার ৩ আগস্ট ২০২৫
কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৪:১৫ AM আপডেট: ২৪.১২.২০২৪ ৪:৩৫ AM
ভারতীয় সিনেমা নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

মুম্বাইয়ের ওখার্ড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে পিয়া বেনেগাল।

অনেক দিন ধরেই কিডনি সংক্রান্ত অসুখেভুগছিলেন শ্যাম বেনেগাল। সপ্তাহে প্রায় তিনবার ডায়ালাইসিস করাতে হতো প্রবীণ পরিচালককে। তবু কাজ করে যাচ্ছিলেন।

ভারতীয় সিনেমা জগতে ভারতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন শ্যাম বেনেগাল। এছাড়াও পেয়েছেন ১৮টি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অর্থাৎ জাতীয় পুরস্কার। শ্যাম বেনেগালকে ভারত সরকার ১৯৭৬ সালে পদ্মশ্রী এবং ১৯৯১ সালে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করেছেন।

কিংবদন্তি এই পরিচালক গত বছর ২০২৩ সালে বাংলাদেশ সরকারের অর্থায়নে ‘মুজিব: দ্য মেকিং অব নেশন’ নামক একটি সিনেমা পরিচালনা করেছিলেন। যেখানে ভারত এবং বাংলাদেশের একাধিক অভিনেতারা অভিনয় করেছিলেন। ২০২৩-এ মুক্তি পাওয়া এই সিনেমাটিই তার শেষ সিনেমা।
‘মুজিব’ সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল আর নেই।

‘মুজিব’ সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল আর নেই।


গত ১৪ ডিসেম্বর ৯০ বছরের জন্মদিন পালন করেন পরিচালক। ৭০ ও ৮০-র দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে তিনি উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। ‘মন্থন’, ‘অংকুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’সহ অনেক সিনেমা পরিচালনা করেছেন তিনি।

মাত্র ১২ বছর বয়সে বাবার উপহার দেয়া একটি ক্যামেরা ব্যবহার করে প্রথম সিনেমা নির্মাণ করেন প্রয়াত পরিচালক। তার সফল সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘মন্থন’, ‘জুবেইদা’, ‘ওয়েল ডান আব্বা’, ‘নেতাজি সুভাষ চন্দ্র বোস: অ্য ফরগটেন হিরো’ ও ‘সরদারি বেগম’।

১৯৩৪ সালে হায়দরাবাদে জন্মগ্রহণ করেন এই কালজয়ী শিল্পী। তিনি কোঙ্কনি-ভাষী চিত্রপুর সারস্বত ব্রাহ্মণ পরিবারের ছিলেন। তার বাবা শ্রীধর বি. বেনেগাল, মূলত কর্ণাটকের একজন ফটোগ্রাফার ছিলেন। শ্যাম বেনেগাল হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে যান, যেখানে তিনি হায়দরালাদ ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা করেন, যা সিনেমায় তার বর্ণাঢ্য যাত্রার সূচনা করে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নির্মাতা   সিনেমা   শ্যাম বেনেগাল   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত