পর্দায় হোমারের মহাকাব্য ‘ওডেসি’ আনছেন নোলান

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
পর্দায় হোমারের মহাকাব্য ‘ওডেসি’ আনছেন নোলান
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১২:৫১ PM (Visit: 286)

হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলানের ছবি ‘ওপেনহাইমার’ বিশ্বের বক্স অফিসে একাধিক নজির গড়েছে। তারপর থেকেই নোলানের পরবর্তী ছবি নিয়ে দর্শকদের মনে কৌতূহল ধীরে ধীরে বাড়তে শুরু করে। এরই মধ্যে জানা গেল বিখ্যাত এই পরিচালকের নতুন ছবির নাম।

গত মঙ্গলবার প্রযোজনা সংস্থা ‘ইউনিভার্সাল পিকচার্স’ নোলানের পরবর্তী ছবির শিরোনাম প্রকাশ করেছে। যেখানে থাকছেন হলিউডের প্রথম সারির একাধিক অভিনেতা।

নোলানের নতুন এই ছবিটি হোমার রচিত গ্রিক মহাকাব্য ‘ওডেসি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে। ছবির নাম রাখা হয়েছে ‘দি ওডেসি’। আর নোলানের ছবি মানেই, সেখানে বিশ্বের প্রথম সারির চর্চিত অভিনেতাদের ভিড়। এবারেও তার অন্যথা হচ্ছে না। ‘দ্য ওডেসি’তে থাকছেন টম হল্যান্ড, ম্যাট ডেমন, রবার্ট প্যাটিনসন, অ্যান হ্যাথওয়ে, জেন্ডায়া, চার্লিজ থেরন প্রমুখ। তাদের মধ্যে অনেকেই নোলানের ছবিতে অভিনয় করেছেন। তবে টম হল্যান্ড, জেন্ডায়া এবং চার্লিজ থেরনের সঙ্গে এই প্রথম কাজ করতে চলেছেন নোলান।

নির্মাতারা এই ছবিকে ‘পৌরাণিক অ্যাকশন ঘরানা’র ছবি হিসেবে উল্লেখ করেছেন। প্রাচীন গ্রিসের প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম চর্চিত মহাকাব্যিক আখ্যান নোলানের হাতে দর্শকের কাছে চমকে পরিপূর্ণ হতে চলেছে বলেই আশা করছেন সিনেমা বিশেষজ্ঞদের একটা বড় অংশ। তবে অভিনেতাদের মধ্যে কে কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনও স্পষ্ট নয়। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিটি ২০২৬ সালের ১৭ জুলাই বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি পাবে। সূত্রের দাবি, বছরের প্রথমার্ধে ‘দি ওডেসি’র শ্যুটিং শুরু করবেন নোলান। তিনি এবং তার স্ত্রী এমা টমাস এই ছবির অন্যতম প্রযোজক।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy