টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিকেলে শিয়ালকোলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আরজু সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
ফাইনাল খেলায় প্রথমে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ভারই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে ঢেপাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যায়লয় চ্যাম্পিয়ন হয় এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ভারই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন- সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল ইসলাম।