দেশের সর্ব উত্তরের জেলা নীলফামারীর ডোমার উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়।বিদ্যালয়টি ১৯১৯ খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। ২০১৯খ্রিস্টাব্দে শতবর্ষ পূর্তি হয়। শতবর্ষ পূর্তিতে বিদ্যালয়টির প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীসহ বিদ্যালয় কতৃপক্ষ শতবর্ষ পূর্তি উদযাপনের উদ্যোগ গ্রহন করেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে এযাবৎ অগতিক শিক্ষার্থী মাধ্যমিক শিক্ষা শেষে উচ্চ শিক্ষা গ্রহন করে হয়েছে কীর্তিমান। সেই প্রাণের শিক্ষা প্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষ্যে ২০২৪ খ্রিস্টাব্দের ১৯জুন প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতি পরিনত হয়েছে মিলন মেলায়। সুযোগ হয়েছে অনেক প্রাক্তণ শিক্ষার্থী ছেলে ও নাতীদের নিয়ে ছাত্রসেজে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে অংশ গ্রহনের।
গত বুধবার(১৯জুন) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে শতবর্ষ উদযাপনের আয়োজন করেন ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতি ।এরপর অনুষ্ঠানে আগত অতিথিদের নিয়ে একটি আনন্দ র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
নীলফামারী-১ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ,পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু,জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান,ওসি মহসীন আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম,ম্যানেজিং কমিটির সভাপতি আখতারুজ্জামান সুমন,প্রধান শিক্ষক রবিউল আলম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,বীর মুক্তিযোদ্ধা নুরননবী,বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক,বীর মুক্তিযোদ্ধা শমসের আলী প্রমূখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সন্ধ্যা থেকে মধ্য রাত অব্দি বিদ্যালয় মাঠে দেশের প্রখ্যাত ব্যান্ড সংগীত শিল্পী হাচান এর সংগীত পরিবেশন করা হয়।