নানা-নাতি গানের “বর্তমানের কোর্টে বিচার চলে নোটে' গানের লাইনটি আদালত অবমাননাকর হওয়াই সঙ্গীতশিল্পী- আলী হাসানকে লিগ্যালনোটিশ ।
আদালত সূত্রে জানা যায় গত ১৬ ই-জুন ২০২৪ ইং রবিবার এক টিইউটিউব চ্যানেলে সঙ্গীত শিল্পী আলী হাসান ও মারজুক রাসেল এর একটি গানের ১ মিনিট ১৮ সেকেন্ড পর গানের যেলাইনটি “বর্তমানের কোর্টে বিচার চলে নোটে” গানের এ লাইনটিতে আদালত অবমাননাকরার শামিল হয় এবং দেশের বিচারব্যবস্থা ও আদালতের প্রতি সাধারন মানুষের ভুল ধারনা বা ভ্রান্ত ধারনা উদ্ভব হইয়াছে।
১৯ জুন সঙ্গীত শিল্পী আলীহাসান গ্রাম-পাগলা-ডাকঘর –চিতাশাল-১৪২১-থানাফতুল্লা-জেলা নারায়নগন্জ লিগ্যাল নোটিশ পাঠানো হয় ।
উল্লেখিত নোটিশে বলা হয়েছে আগামী ১৫ দিনের মধ্য উক্ত গানের লাইনটি বাদ পূর্বক অনলাইন লাইভে এসে সাধারন মানুষের কাছে ক্ষমা প্রার্থ্না করে ভুল স্বীকার করবেন ।তা না হলে বাংলাদেশের আইনে , তাহার বিরুদ্ধে আদালতে মোকাদ্দমা রজু করতে বাধ্য হবো।
এ বিষয়ে লিগ্যাল নোটিশকারী সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফাহিম হাসনা জজকোর্ট শেরপুর, তাহার সাথে কথা হলে তিনি বলেন সঙ্গীত শিল্পীআলী হাসান গানের “বর্তমানের কোর্টে বিচার চলে নোটে” লাইনটিতে দেশের বিচার ব্যবস্থা অত্যান্ত অবমাননাকর এবং আইনের প্রতি সাধারন মানুষ আস্থা হারানোর সম্ভবনা রয়েছে ।
শেরপুর জেলা জজ আদালতের বিভিন্ন আইনজীবীদের সাথে কথা বলে জানা যায়, সঙ্গীত শিল্পী আলী হাসান গানের “বর্তমানের কোর্টে বিচার চলে নোটে” গানের কথাগুলিতে আদালতের বিচার ব্যবস্থাকে অবমাননাকর মনে হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্য উক্ত গানের লাইনটি বাদ পূর্বক অনলাইন লাইভে এসে সাধারন মানুষের কাছে ক্ষমা প্রার্থ্না করে ভুল স্বীকার করবেন।অন্যথায় তাহার বিরুদ্ধে আদালতে মামলা রজুক রা হবে ।