বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাসিবুর রহমান রিজুর ওপর বর্বারোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুর বিএমএসফের উদ্যোগে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করে।
একই সঙ্গে শুক্রবার সকাল সাড়ে ১১টায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা শাখা সভাপতি ম. নূরুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার।
বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক মো. রইছ উদ্দিন, গৌরীপুর বিএমএসএফের সহসভাপতি মো. আব্দুল কাদির, প্রাবন্ধিক সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক হলি সিয়াম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, প্রচার ও দপ্তর সম্পাদক সুমন এস, অর্থ সম্পাদক শামীম আলভী, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম নিকেল, কার্য্যনির্বাহী সদস্য শ্যামল ঘোষ, মাহফুজুর রহমান, শামীম আনোয়ার, দেলোয়ার হোসেন প্রমুখ।