রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে লালমনিরহাটের নিম্নাঞ্চল
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ৬:৪৫ PM
উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বেড়েছে। নদীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম না করলেও তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ধান ও বাদামসহ নানা ধরনের ফসলের ক্ষেত এবং গ্রামীণ রাস্তাঘাট ডুবে গেছে।

এ অবস্থায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। খাবারের জন্য বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, নদীর পানি ধারণক্ষমতা কমে আসায় অল্প পানিতেই এখন নিম্নাঞ্চল প্লাবিত হয়, বন্যা দেখা দেয়। তা সত্ত্বেও নদী খনন বা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয় না।

বুধবার (১৯ জুন) বিকেল ৩টায় লালমনিরহাটের হাতিবান্ধায় অবস্থিত তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৮৪ মিটার। যা বিপৎসীমার মাত্র ৩১ সেন্টিমিটার নিচে।

ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম না করলেও তিস্তা নদীতে পলি পড়ে পানি ধারণক্ষমতা কমে আসায় অল্প পানিতেই লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা গোবরধন, বারোঘরিয়া, সদর উপজেলার বাগডোরাসহ বেশ কয়েকটি এলাকা প্লাবিত হচ্ছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত