মধুখালী উপজেলার জাহাপুরে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সচেতন নাগরিক ও যুব সমাজের আয়োজনে শনিবার (২১জুন) বিকাল ৪টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর বাজারে এই মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাদক বিরোধী মানববন্ধনে বক্তরা বলেন, জাহাপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী আইয়ুব আলী ওরফে আইয়ুব ভান্ডারীর বাড়ীতে নিয়মিত মাদক সেবনের আসর বসে। এলাকার উঠতি বয়সি ছেলেরা নিয়মিত ভাবে আইয়ুব ভান্ডারীর বাড়ীতে গিয়ে মাদক ক্রয়করে সেবন করার সুযোগ পাচ্ছে। কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে হামলা মামলা হয়। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না।
বক্তারা আরও বলেন, আইয়ুব আলী ভান্ডারী ও তার ভাই সিকিম আলী মাদকসহ প্রশাসনের হাতে গ্রেফতার হয়ে জেল থেকে জামিনে বেড়িয়ে এসে আবারও মাদকের ব্যবসা চলমান রেখেছে।
এসময় স্থানীয় কালাম শেখের স্ত্রী ববিতা বেগম জানান, তার স্বামী মোঃ কালাম শেখ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় চলতি মাসের ৭ তারিখে মাদক ব্যবসায়ীরা মিলে হাতপা ও মুখ বেঁধে হাঁতুরী দিয়ে বেধড়ক মারপিট করে কোমর, হাত, পা ভেঙ্গে ফেলেছে। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এদিকে মধুখালী থানার আযোজনে জাহাপুর বাজারে একই স্থানে বিকাল সাড়ে ৪টার দিকে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও বাল্যবিবাহ, যৌতুকসহ সকল প্রকার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। মধুখালী থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেনের সভাপতিত্বে বিট পুলিশিং সভায় জাহাপুর ইউনিয়নে সকল অপরাধ দমনে কঠোর বক্তব্য রাখেন, মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মধুখালী প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক বকু, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম বাচ্চু, সাবেক চেয়ারম্যান মোল্যা মো: ইসহাক হোসেন, আজাদ রহমান টিকা প্রমুখ।
এসময় মধুখালী থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন তার বক্তব্যে বলেন, জাহাপুর ইউনিয়নের সকল অপরাধ নিরসনে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে, কোন অপরাধীকে ছাড় দেওয়া হবেনা। তিনি বলেন, জাহাপুর ইউনিয়ন হবে সম্পূর্ণ মাদকমুক্ত ইউনিয়ন।