শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
ভাঙ্গায় গ্রামবাসী পিটিয়ে মারলো রাসেল ভাইপার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ জুন, ২০২৪, ৮:০০ PM
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া বাজার সংলগ্ন নদীর পাড় থেকে গ্রামবাসী একটি বিষধর রাসেল ভাইপার সাপকে পিটিয়ে মেরে ফেলেছে। 

শনিবার দুপুরে ওই এলাকায় জনৈক ব্যাক্তি একটি সাপ দেখতে পেয়ে চিৎকার করলে অন্যান্য গ্রামের লোকজন ছুটে এসে সাপটিকে লাঁঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। 

খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ভীড় করে। পরে স্থানীয়রা এটি বিষাক্ত রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া বলে সনাক্ত করে। স্থানীয় সাঈদ মৃধা জানান, সাপটি তিনি প্রথমে দেখেন। পরে অনান্য লোকজনের সহায়তায় বিষধর সাপটিকে মেরে ফেলা হয়। সাপটি হত্যার পর এলাকায় আতংক ছড়াচ্ছে প্রচন্ডভাবে। প্রসঙ্গত পাশ্ববর্তী সদরপুর উপজেলায় বিভিন্ন গ্রামের কৃষকরা বেশ কয়েকটি বিষধর  সাপ দেখেছেন এবং বেঘুরে  প্রান হারাচ্ছে  বেশ কয়েকজন কৃষক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত