লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ডাকাতিকালের প্রবাসীর স্ত্রী নাজমুন নাহার (৫০) নামে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
শনিবার (১৩ জুলাই) বেলা ১১ টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ার বেঁড়ি বাজারে এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালিত হয়েছে।
মানববন্ধনকারীরা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে নাজমুন নাহার হত্যার ঘটনায় মোহন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহন ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের আবুল কালামের ছেলে। নিহত নাজমুন নাহার মিয়ার বেঁড়ি এলাকার সৌদি প্রবাসী মো. নুরুজ্জামানের স্ত্রী।
এলাকাবাসী জানায়, ভবানীগঞ্জের মিয়ার বেঁড়ি এলাকায় চুরি ডাকাতি, মাদকসেবিদের উৎপাতসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড বেড়েছে। প্রায়ই রাতে এলাকায় চুরি-ডাকাতি হচ্ছে। গৃহস্থের গরু চুরি হচ্ছে। ডাকাতি করতে গিয়ে বৃদ্ধা নাজমুন নাহারকে হত্যা করা হয়েছে। এসব কারণে এলাকার মানুষ নির্ভিঘ্নে রাতে ঘুমাতে পরাছে না। জানমাল হারানোর আতঙ্কে রয়েছেন তারা।
চরমনসা গ্রামের বাসিন্দা মোশাররফ চৌধুরী বলেন, ২৬ জুন রাতে আমার বাড়িতে চুরি হয়েছে। চোরেরা ঘরে ডুকে প্রায় ৭ ভারি স্বার্ণালংকার ও ৬০ হাজার টাকা লুটে নিয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. মনির হোসেন বলেন, গত ৮ জনু তার ঘরের চোরের হানা দিয়ে আড়াইভরি স্বর্ণ ও নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়। গত ২৬ রমজানে মিয়ার বেঁড়ি বাজারে থাকা আমার ফার্মেসী দোকান চুরি হয়৷ দোকানে থাকা নগদ এক লাখ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। চোর-ডাকাতের কারণে আমরা আতঙ্কে দিনযাপন করছি।
ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি বলেন, মিয়ার বেঁড়ি এলাকায় চুরি ডাকাতি বেড়েছে। এছাড়া সূতারগোপ্তা এলাকায় একজনের ৪ টি গরু চুরি করে নিয়ে গেছে। এলাকার মানুষ নিরাপত্তাহীনতায় আছে। সম্প্রতি একজন নারীকে ডাকাতি করার সময় হত্যা করা হয়েছে। এলাকায় মাদকসেবিদের উৎপাত বেড়েছে। তারাই বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। আমি প্রশাসনকে জানিয়েছি, এদেরকে আইনের আওতায় আনার জন্য।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সাইফুল হাসান রনি, স্থানীয় ব্যবয়াসী আক্তার হোসেন মুকুল, বাজার কমিটির সহসভাপতি হাসেম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, স্থানীয় ব্যবসায়ী মামুন পাটওয়ারী, শাহ আলম, হেলাল, ডা: মানিক প্রমুখ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের মেয়ে বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় মোহন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (৮ জুলাই) দিবাগত রাতের কোন একসময়ে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী এলাকায় নুরু মাষ্টার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ঘরে থাকা বৃদ্ধা নারী নাজমুন নাহারকে হাত-পাঁ শ্বাসরোধে হত্যা করে ডাকাতদল। তারা ঘরের স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। ঘটনার সময় ওই নারী ঘরে একাই ছিলেন।