বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫
সাংবাদিক হত্যা, নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে ফেনীতে মানববন্ধন
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৮:৫২ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সারা দেশে  সাংবাদিক নিহত ও আহত হওয়ার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  (৩ আগস্ট) বিকাল ৩ টায় সাংবাদিক ইউনিয়ন  ফেনীর আয়োজনে ফেনী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সৈয়দ ইয়াসিন সুমনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন,  ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক   জসিম মাহমুদ, দৈনিক দুর্বার সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, সাপ্তাহিক  স্বদেশপত্র সম্পাদক  এনএন জীবন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি  জহিরুল হক মিলু, দেশ রূপান্তর জেলা প্রতিনিধি মো: শফি উল্যাহ রিপন, সাংবাদিক ইউনিয়ন ফেনীর কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ফরায়েজী, দৈনিক বাংলাদেশ বুলেটিন ফেনী প্রতিনিধি মোঃ সাদ্দাম হোসেন গনি।

 এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া, সাপ্তাহিক ফেনী সমাচারের সম্পাদক মুহিব্বুল্লাহ ফরহাদ, পাক্ষিক  ছাগলনাইয়ার সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন, সকালের সময়ের স্টাফ রিপোর্টার ওমর ফারুক, ইউথ জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহজালাল ভূঁইয়া, সাংবাদিক ইউনিয়ন ফেনীর প্রচার সম্পাদক এমডি মোশাররফ হোছাইন, সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, দাগভুইয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন রনি, গণকণ্ঠের জেলা প্রতিনিধি নাসির উদ্দিন, দৈনিক স্টার লাইনের রিপোর্টার আব্দুল আজিজ ফয়সাল, আজকের দর্পণের জেলা প্রতিনিধি হাবিব মিয়াজী, সাপ্তাহিক স্বদেশ কন্ঠের সাহিত্য সম্পাদক আবদুস সালাম ফরায়জীসহ, দৈনিক সোনালী কন্ঠে ফেনী প্রতিনিধি এএসএম হারুন, দাগনভূঞা রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন টিপু সহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অবিলম্বে নিহত ৪ সাংবাদিক ও ২ শতাধিক আহত সাংবাদিকের উপর হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তপূর্ব মামলা নেয়ার জোর দাবি জানান। এছাড়াও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইদ খানের বিরুদ্ধে বিনা মামলায় গ্রেফতার করে নির্যাতনের প্রতিবাদ ও তার মুক্তি দাবি করে  অবিলম্বে মুক্তির দাবি জানান সাংবাদিকরা।  

সাংবাদিকরা আরও বলেন, দেশের এমন পরিস্থিতির জন্য সরকার দায়ী, নির্বীচারে পশুর মত গুলি করে ছাত্র ও সাংবাদিক হত্যার জবাব দিতে হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত