সোমবার ২৮ জুলাই ২০২৫ ১৩ শ্রাবণ ১৪৩২
সোমবার ২৮ জুলাই ২০২৫
অন্তর্বর্তীকালীন সরকারে নরসিংদীর কৃতি সন্তান সাবেক সচিব তৌহিদ হোসেন
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৪:৪২ PM আপডেট: ০৯.০৮.২০২৪ ৬:২৪ PM
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর গত বৃহস্পতিবার (৮আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। 

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে ১৭ সদস্যের এই উপদেষ্টা কমিটিতে স্থান পেয়েছেন নরসিংদীর কৃতি সন্তান সাবেক পররাষ্ট্র সচিব মো: তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার শপথ গ্রহনের পরদিন শুক্রবার (৯ আগস্ট) জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি।

মো. তৌহিদ হোসেনের জন্ম ১৯৫৫ সালে। নরসিংদী জেলার বেলাব উপজেলার প্রত্যন্ত হোসেননগর গ্রামে। তবে বর্তমানে একই জেলার পার্শ্ববর্তী উপজেলা রায়পুরার পৌর এলাকায় কলেজ গেইট সংলগ্ন নতুন বাড়ি করেছেন। এক যুগেরও বেশি সময় ধরে গ্রামে আসলে এখানেই থাকেন।

তিনি লেখাপড়া করেন রাজশাহী ক্যাডেট কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। পররাষ্ট্র সার্ভিসে যোগ দেন ১৯৮১ সালে। দুই দফায় ভারতে কর্মরত ছিলেন ৯ বছর। 

প্রথমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি হিসেবে, পরে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার পদে। ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রসচিব।

বাংলাদেশের হাইকমিশনার ছিলেন দক্ষিণ আফ্রিকা এবং পার্শ্ববর্তী দেশগুলোয়। অবসর নিয়েছেন ২০১৪ সালে। খণ্ডকালীন অধ্যাপক হিসেবে কাজ করেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এ। তিনি পত্রিকায় কলাম লেখেন বৈদেশিক সম্পর্ক এবং সামাজিক বিষয় নিয়ে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত