রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
গুরুদাসপুরে সিনেমা হল ভাংচুর ও লুটপাট
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৫:৩১ PM
নাটোরের গুরুদাসপুর শহরের চাঁচকৈড় বাণিজ্যনগরীতে অবস্থিত আনন্দ সিনেপ্লেক্সে হামলা চালিয়ে কম্পিউটার, প্রজেক্টর, আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভাংচুর-তান্ডব চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার রাতে সিনেমা হলটির গেট ভেঙ্গে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ঘন্টাব্যাপি চলে ওই তান্ডব। এসময় তারা কম্পিউটার, প্রজেক্টরসহ আসবাবপত্র নিয়ে যায়। ঘটনার সময় আনন্দ সিনেপ্লেক্সে কর্মরত কেউই ছিলেন না।

স্থানীয়রা জানান, হামলার ঘটনা দুঃখজনক। আমাদের এলাকার একমাত্র সিনেমা হল ছিল এটি। ছবি দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে এখানে আসত লোকজন। তবে কেউ কেউ মনে করছেন, ব্যক্তির রাগ সম্পদের ওপর পড়েছে। পাওনাদারদের টাকা না দেওয়ায় পুঞ্জিতভুত ক্ষোভ থেকে এ হামলা হতে পারে। 

আনন্দ সিনেপ্লেক্সের মালিক আনিসুর রহমান বলেন, কারো সাথে দ্বন্দ্ব না থাকা সত্ত্বেও আনন্দ সিনেপ্লেক্সে হামলা চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতিসাধন করা হয়েছে। ভিতরের সবকিছু ভেঙ্গে তছনছ ও লুটপাট করা হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করেছেন বলে জানান তিনি।

এ ব্যাপারে ইউএনও সালমা আক্তার বলেন, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া  হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত