বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ যুবক ইলিয়াস খান (৩৩) টানা পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন।
নিহত ইলিয়াস বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের ফারুক খানের ছেলে।
নিহতের স্বজনরা জানান, ঢাকায় ইলেকট্রিশিয়ানের কাজ করতো ইলিয়াস। গত ৪ আগষ্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গিয়ে ঢাকা মোহাম্মদপুর এলাকায় মাথার পিছন থেকে গুলি লাগে তার। এরপর থেকে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলো।
শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে মারা যায় সে। একইদিন বিকেলে জানাজা শেষে পশ্চিম শাওড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।