বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
রূপসায় বৃদ্ধাকে হত্যা করে মালামাল লুট
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১:৪২ PM আপডেট: ১৩.০৯.২০২৪ ২:০১ PM
খুলনা রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের নৈহাটি গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী গুলফার নাহার সেতারা (৬৫) কে হাত পা বেধে মাথায় বেধড়ক আঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা৷ 

এ সময় তারা উক্ত বাড়িতে রক্ষিত সকল মালামাল লুট করে নিয়ে যায়। থানা পুলিশের অফিসার ইনচার্জ এনামুল হক জানান গত ১২ সেপ্টেম্বর  রাত ১০ টার পর উক্ত মহিলা নিজ বাড়িতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। 

গভীর রাতে সন্ত্রাসীরা উক্ত বাড়ির ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে সেতারা কে হাত পা বেধে মাথায় আঘাত করে। এসময় অতিরিক্ত রক্তক্ষরণে সেতারা নিহত হয়। দূর্বৃত্তরা ঘরে রক্ষিত আলমারি খুলে নগদ টাকা, স্বর্নলংকার সহ দামি মালামাল লুট করে নিয়ে যায়। 

সেতারার স্বামী মৃতঃ শহিদুল্লাহ সচিবালয়ে চাকরি করতেন। তার একটি মাত্র সন্তান রায়হান চাকরির সুবাদে  ঢাকায় বসবাস করেন। 

ঘটনার কর গতকাল ১৩ সেপ্টেম্বর থানা পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত