শুক্রবার ১ আগস্ট ২০২৫ ১৭ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১ আগস্ট ২০২৫
ভাঙন রোধে ছোট ফেনী নদীতে স্বেচ্ছায় চর খনন
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১:৪০ PM আপডেট: ১৩.০৯.২০২৪ ২:১৯ PM
অব্যাহত নদী ভাঙন ঠেকাতে ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর চরদরবেশ কাজীর হাট সংলগ্ন বাঁশ বাজার এলাকা রক্ষায় নদীর গতিপথ পরিবর্তনে প্রথমবারের মতো নতীর তীরবর্তী স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সেচ্ছায় চর খনন কাজ শুরু হয়। 

চর খনন কাজ সরজমিনে গিয়ে স্থানীয়দের কাছে জানা যায় প্রকৃত নদী এ চর দিয়েই ছিল অর্থাৎ বর্তমানে নদীর পশ্চিম পাশের এ অংশে ছিল। নদীর পানি প্রবাহে যখন নদী পূর্ব দিকে চলে যায় তখন পশ্চিম পাশে চর জেগে উঠে এবং পূর্বপাশে নদীর তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দেয়। 

ইতিমধ্যে অনেক বাড়ি ঘর ভেঙে নদী গর্ভে চলে যায়। এছাড়া মুছাপুর রেগুলেটর ভেঙে নদী গর্ভে চলে যায় তখন থেকে নদী ভাঙা আরো তীব্র আকার ধারণ করে। ধারণা করা হচ্ছে যদি জেগে ওঠা এ চর খনন করে গতিপথ পরিবর্তন করা যায় তাহলে বিশাল  এলাকাটি কিছুটা হলেও ভাঙন থেকে রক্ষা পাবে।

এসময় উপস্থিত ছিলেন, চর দরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,  উপজেলা সেচ্ছা সেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক মারুফ, জাতীয়তাবাদী সামাজিক সংস্থা (জিসাস) নেতা আলহাজ সেলিম রেজা, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক করিমুল হক, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, যুবদ নেতা ও সাবেক ইউপি সদস্য  আজাদ হোসেন, সলিম উল্যাহ দুলাল, উপজেলা যুবদলের সদস্য নাছির উদ্দিন, ছাত্রদল নেতা রিয়াদ হোসেন সহ স্থানীয় এলাকাবাসী।

এ ব্যাপারে চর দরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, দেরিতে হলেও ভাঙন ঠেকাতে নদীর গতিপথ পরিবর্তনে এলাকাবাসী উদ্যোগে কাজ শুরু করেছে। 

সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণ  সহ প্রয়োজনীয় উদ্যোগ না নেয়া হয় তাহলে চর দরবেশ ইউনিয়ন সহ নদীর তীরবর্তী এলাকাগুলো হারিয়ে যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত