বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
যশোরে ২৪ ঘন্টায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩:০৫ PM
যশোরে আগামী ২৪ ঘন্টা আরো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ঢাকার আবহাওয়া অফিস। সাগরে সৃষ্ট নিম্নচাপটি স্থল নিম্ন চাপ হিসাবে  যশোর অতিক্রম করে পশ্চিম বঙ্গের দিকে এগোচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

গতকাল সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত যশোরে ৮২মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানাগেছে। তবে বেলা বারোটা পর্যন্ত কখনো ভারী এবং কখনো অতি হালকা বৃষ্টি হয়েছে বলে জানাগেছে।

ঢাকার আবহাওয়া অফিস ফোনে জানিয়েছে নিম্নচাপটি অতিক্রম করার পর যশোরে আরো ভারী বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তী ২৪ ঘন্টা হালকা বৃষ্টিপাত হবে।

গত দুদিন যাবত সাগরের সৃষ্ট নিম্নচাপের কারণে যশোরসহ সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে দুইদিনের বৃষ্টি পাতে যশোর শহরের নিম্নাঞ্চল সহ বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

অনেক জায়গায় ঘরবাড়িতে পানি ঢুকে গেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরো অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত