বুধবার ৬ আগস্ট ২০২৫ ২২ শ্রাবণ ১৪৩২
বুধবার ৬ আগস্ট ২০২৫
বঙ্গোপসাগরে নিখোঁজ ২৩ মাছ ধরার ট্রলার, ডুবেছে একটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৮ AM
বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে এফবি মোল্লা নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। বরগুনা সদরের ট্রলার মালিক আব্দুল মান্নান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গভীর সাগর থেকে ফেয়ার ওয়ে বয়া এলাকায় ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলারে থাকা ১৮ জেলেকে ভাসমান অবস্থায় সাগর থেকে উদ্ধার করেছে পার্শ্ববর্তী ট্রলারের জেলেরা।

এদিকে বঙ্গোপসাগরের মাছ ধরতে যাওয়া ২৩ ট্রলারের মাঝির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।তিনি বলেন, সাগর উত্তাল থাকায় জেলেরা ঘাটে ফিরতে শুরু করেছে। 

বেশির ভাগ জেলে ফিরে এলেও সন্ধান মিলছে না ২৩ ট্রলারের ২৫০ জেলের। নিখোঁজ জেলেদের সন্ধানে কাজ শুরু করেছে নৌবাহিনী।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট সাকিব মেহেবুব বলেন, ট্রলার মালিক সমিতির থেকে তথ্য পেয়ে নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে নিখোঁজ জেলেদের সন্ধানে কাজ শুরু করেছি।

‘বিভিন্ন সময় বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা ঘাটে ফিরতে না পারলে সুন্দরবনে আশ্রয় নেয়। আমরা সেসব জায়গায় টহল জোরদার করেছি। আশা করি জেলেদের সুস্থভাবে উদ্ধার করতে পারব।’ - যোগ করেন তিনি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত