বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৩ PM
খুলনা মহানগরে নবাগত পুলিশ কমিশনার  মো. জুলফিকার আলী হায়দারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, খুলনা প্রেসক্লাবের অন্তর্বতী কমিটির আহবায়ক  এনামুল হক, সদস্য আশরাফুল ইসলাম নূর,  ইউএনবির খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম, মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি এসএম হাবিব, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, বিএসএস এর  স্টাফ রিপোর্টার  এম জাহিদ হোসেন, নিউজ ২৪ টেলিভিশনের খুলনা প্রতিনিধি শামসুজ্জামান শাহীন, দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক জিয়া সাদাত, এস এ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, দৈনিক প্রবাহের চীফ রিপোর্টার মোহাম্মাদ নুরুজ্জামান,  দৈনিক খবরের কাগজের খুলনা প্রতিনিধি মাকসুদ আলী, মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান রাশিদুল ইসলাম, পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার এইচ এম আলাউদ্দীন, পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান রিয়াজ,  আজকের পত্রিকার খুলনা প্রতিনিধি কাজী শামীম আহমেদ, সময় টেলিভিশনের আব্দুল্লাহ এম রুবেল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় নবাগত পুলিশ কমিশনার সাংবাদিকদের বক্তব্য গুরুত্বসহকারে শোনেন ও সকলের সহযোগিতায় বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার  মোসা. তাসলিমা খাতুন (ক্রাইম অ্যান্ড অপারেশন), অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শাকিলুজ্জামান, ডিসি ডিবি মো. আনোয়ার হোসেন, ডিসি সাউথ শেখ মনিরুজ্জামান মিঠুসহ কেএমপির অন্য  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত