ইলিশ রপ্তানি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের একটি পুরোনো ফেসবুক পোস্ট আজ নতুন করে ভাইরাল হয়েছে। ভারতে ‘৫০০ মেট্রিক টন’ ইলিশ পাঠানোর প্রতিবাদ জানিয়ে ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি লিখেছিলেন-
৫০০ মেট্রিক টন ইলিশ!
বিপুল পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে?
সীমান্তে বাংলাদেশের মানুষ মেরে ফেলার জন্য?
অভিন্ন নদীর পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য?
বাণিজ্য ভারসাম্য না রাখার জন্য?
কথায় কথায় বাংলাদেশ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য?
দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির বিষয়টি আজ গণমাধ্যমে আসার পর আসিফ নজরুলের এই পোস্টের কমেন্টবক্সে সমালোচনার ঝড় বয়ে যায়। বাংলাদেশ বুলেটিনের পাঠকদের জন্য আইন উপদেষ্টার পুরোনো সেই পোস্টে নেটিজেনদের কিছু কমেন্টের নমুনা তুলে ধরা হলো-
প্রসঙ্গত, পূজা উপলক্ষে
ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।