শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
কিশোর গ্যাংয়ের মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল যুবদল নেতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৫:৪৯ PM
রাউজান উপজেলায় কিশোরদের দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে ঘুষির আঘাতে মুহাম্মদ আলমগীর (৪৫) নামে এক যুবদল নেতা মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর উরকিরচর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানায়, আলমগীরের দোকানের সামনে ধুমপান করাকে কেন্দ্র করে কিশোরদের দুই পক্ষ মারামারিতে লিপ্ত হয়। ভুক্তভোগী তাদের মারামারি থামানোর চেষ্টা করছিলেন। এমন সময় একজনের ঘুষির আঘাতে আলমগীর মাটিতে লুটিয়ে পড়েন। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাটি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের টিমও পাঠিয়েছি। ভুক্তভোগীর পরিবারের পক্ষে এখনো অভিযোগ দেয়নি। হাসপাতাল কতৃপক্ষ আমাদের জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। অভিযোগ এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত