বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
আখাউড়ায় শিক্ষার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৪৩ PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আমোদাবাদ আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে শিক্ষার্থীরা মানবববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। 

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী তারেকের পদত্যাগও দাবি করা হয়।

বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের একটি দল ও এলাকার যুবকরা বিক্ষোভ মিছিলসহ বিদ্যালয়ে ঢুকেন। এ সময় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেন। পরে তারা মানববন্ধন রচনা করেন। এতে বক্তব্য রাখেন, মো. হান্নান, মো. উজ্জল, রুনা আক্তার, বিল্লাল হোসেন, নূর জাহান প্রমুখ।

বক্তারা বলেন, আমরা বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ চাই। বিদ্যালয়ে কোনো লাইব্রেরি নাই। টয়লেটের ব্যবস্থা নাই। ভালো শিক্ষক এলেও থাকতে চান না। বিদ্যালয়ের বিভিন্ন ফিও অনেক বেশি। প্রধান শিক্ষক নানা অনিয়মের সঙ্গে জড়িত।

রুবেল নামে এক ব্যক্তি অভিযোগ করেন, বেশ কয়েক বছর আগে সানাউল্লাহ নামে তার এক ভাইকে টেস্ট পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে ফেল করানো হয়। পরে খাতা ঘেঁটে দেখা যায় সে পাস করেছে। মূলত সে কোচিং করতে চায়নি বলে ফেল করিয়ে দেওয়া হয়। এখন সানাউল্লা মেডিকেলে পড়ে।

কর্মসূচির সময় উপস্থিত এলাকার বাসিন্দা মো. আল-আমিন ভূইয়া ও অভিভাবক মো. জহিরুল ইসলাম অবশ্য বলেছেন ভিন্ন কথা। তারা বলেন, শিক্ষার্থীরা বিষয়গুলো কমিটিকে জানাতে পারতো। সেটা করে আন্দোলন করা মানে পিছনে ইন্দন আছে। এখানে আওয়ামী লীগের একাধিকধ নেতার সন্তানদের দেখেছি আন্দোলনে যোগ দিতে, যারা শিক্ষার্থী না।

প্রধান শিক্ষক কাজী তারেক বলেন, হঠাৎ করে কিছু শিক্ষার্থী ক্লাশের বাইরে গিয়ে আন্দোলন করে। তাদের দাবি থাকলে আমাকে বলতে পারতো। ফি কমানোর যে কথা উঠেছে সেটার জন্য সভাও ডাকা হয়েছে। এরপরও শিক্ষার্থীরা কেন এটা করলো তারাই বলতে পারবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি বলেন, 'শিক্ষার্থীদের আন্দোলনের কথা শুনেছি। তবে তারা আমাকে কিছু বলেনি। যদি ন্যায়সংগত সেসব দাবি হয় তাহলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত