গাজীপুর সদর উপজেলায় যুবসমাজকে মিথ্যা অভিযোগের মাধ্যমে হয়রানি এবং গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধন করেছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর তালহা বাজার এলাকায় তারা এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামীলীগ সরকারের পতন ঘটলেও তাদের দোসররা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে যুবসমাজকে বিপথগামী করার চেষ্টা করছে। এতে দেশের পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে বলে বক্তারা মন্তব্য করেন।
গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিদওয়ান হোসেন ইমন বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন আন্দোলনে গত ৪ আগস্ট রাজেন্দ্রপুরে অবস্থান গ্রহণ করেছিলাম। ওই আন্দোলনে আমাদের নেতা-কর্মীরা গুলিবিদ্ধ ও আহত হয়। পরে চিকিৎসা নিয়ে ফিরলে আওয়ামীলীগের অনুসারীরা আমাদের উস্কানি দেয় এবং নানা হয়রানি ও হুমকি দেয়।
তিনি আরও বলেন, ১৭ সেপ্টেম্বর তালহা সংলগ্ন মাঠে একটি অস্থায়ী মেলা থেকে দুইজন ছিনতাইকারী মোবাইল ছিনতাই করে। এক ছিনতাইকারীকে ধরে ফেললে অপরজন স্থানীয় দোকানে আশ্রয় নেয়। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে হাবিবুর রহমান ও তার সহযোগীরা মিথ্যা অভিযোগ তুলে আমাদের বিরুদ্ধে ভাংচুর ও লুটপাটের নাটক সাজায়। আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করছি।
মানববন্ধনে বক্তারা মিথ্যা অভিযোগ ও মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানান। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি করেন তারা।