“শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” স্লোগানে নীলফামারীর ডোমারে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাফিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম।
শিক্ষক রইসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডোমার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো.শামসুদ্দিন সুফি,ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন,প্রধান শিক্ষক ফারুক হোসেন রাজু, প্রধান শিক্ষক ওমর ফারুক,প্রভাষক গোলাম মোস্তফা,শিক্ষক মেহেরুন আক্তার পলিন প্রমূখ।
এর আগে একটি র্যালি শহরের বাটার মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষক বৃন্দ অংশ গ্রহন করেন।