পুলিশই জনতা, জনতাই পুলিশ এ মূলমন্ত্রকে সামনে রেখে উখিয়ায় শাহপুরী হাইওয়ে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মহাসড়কের যানজট নিরসন, ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখা সহ মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে কার্যকর আলোচনা করা হয়।
সোমবার (১১ ই নভেম্বর) বিকেলে শাহপুরী হাইওয়ে থানার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি ও হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মো: খাইরুল আলম।
শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহাবুল কবির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা কমিটি পুলিশিং সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী সাধারণ সম্পাদক সাইফুল সিকদার।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পুলিশের কর্মকর্তাবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ, সিএনজি সমিতি,ট্রাক সমিতি, টমটম সমিতি নেতৃবৃন্দরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। জনগণকেও পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পুলিশ হবে জনগণের বন্ধু। তাই সড়ক দুর্ঘটনা রোধ সহ সকল অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করুন। প্রতিবছরের ন্যায় এবারও কমিউনিটি পুলিশিং ডে পালিত হচ্ছে। সড়ক দুর্ঘটনা রোধ সহ চালকদের আরও দক্ষ হয়ে আইন মেনে চলতে হবে। পুলিশকে সার্বক্ষনিক সহযোগিতা করে যাবো। অপরাধ দমনে জনগণকে আরও এগিয়ে আসতে হবে। গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন।