বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় নিহত ১
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৭:৩৩ PM
রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় ইউসুফ ফকির (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ইউসুফ ফকির রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত ইকরাম ফকিরের ছেলে।

জানা গেছে, ১১ই নভেম্বর (সোমবার) খুলনা থেকে ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেন রাজবাড়ী রেলস্টেশন থেকে যাত্রা বিরতির পর সকাল সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রার সময় নিহত ইউসুফ ফকির দ্রুত ট্রেনে ওঠার জন্য রেললাইন পাড় হচ্ছিলেন এ সময়  ট্রেনের ধাক্কায় সে গুরুত্বর আহত হয়।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জিআরপি এস আই রশিদ জানান, ঘটনার পর পরই পুলিশ ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাই। তার মাথার পেছনের অংশে আঘাত লাগে,বা বাশের পা ও হাত ভেঙ্গে যায় । চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৭ টার সময় হাঁসপাতালে তার মৃত্যু হয়। নিহতের পরিচয় সনাক্ত করা জটিলতা হচ্ছিলো পরে পিবিআই ও সিআইডি টিম এসে নিহতের পরিচয় সনাক্ত করে। 

পরিবারের কোন দাবী না থাকায় রাজবাড়ী সদর হাসপাতাল থেকে নিহতের ছেলে বাপ্পি ফকিরের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত