মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
চরফ্যাশনে বয়লার বিস্ফোরণে নিহত ১
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৬:৪৩ PM
ভোলার চরফ্যাশনে একটি চালকলে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে আল-আমিন মাঝি (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মালিকসহ আহত হয়েছেন আরও এক শ্রমিক।

শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার চর-মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের ২নম্বর ওয়ার্ডের মেসার্স মুন্নি চালকলে এ দূর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন ওই গ্রামের মৃত জলিল মাঝির ছেলে।

আহত শ্রমিকরা হলেন- নিহত আল আমিনের সহোদর ছোট ভাই ফিরোজ (২৫) এবং মেসার্স মুন্নি চালকলের মালিক ও একই গ্রামের শাহজাহান মুন্সীর ছেলে মনির মহাজন (৪৫)। 

সরেজমিনে গিয়ে জানা যায়, গত তিন দিন আগে চালকলের চুল্লিটি তৈরি করা হয়েছে। ধান সেদ্ধ করতে প্রতিদিন ভোর ৪ টার দিকে আগুন দেয়া হয় চুল্লিতে। স্থানীয়রা জানান, শুক্রবার ভোর পাঁচটার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। পরে দৌড়ে এসে ঘটনাস্থলে দেখতে পান নিহত ও আহতরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন এবং নিহতের ভাই ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। অপর আহত মিল মালিক মনির হোসেনকে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সরজমিনে ঘুরে দেখা গেছে, ছিন্নভিন্ন ইটের টুকরোগুলো পড়ে আছে পুরো মাঠজুড়ে। দুর্ঘটনায় স্বজন হারানোদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। খবর শুনে এক নজর দেখতে হাজারো মানুষের ভিড় দেখা গেছে ঘটনাস্থল জুড়ে। 

স্থানীয় সোহেল জানান, ব্রয়লার বিস্ফোরণে ছিটকে পড়া চুল্লি ও ইটের টুকরো গুলো ছরিয়ে ছিটিয়ে রয়েছে। বিস্ফোরণে ধান সিদ্ধ করার চুল্লির পাইপটি দুর্ঘটনাস্থল থেকে অন্তত ২০০মিটার দূরে গিয়ে ছিটকে পড়েছে।

দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসা চরফ্যাশন থানা পুলিশের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান বলেন, শুক্রবার ভোর ৫টায় চালকলে বিস্ফোরণের ঘটনায় শ্রমিক আল আমিন নামের একজন নিহত হয়েছে এঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। 

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় যদি কারও অবহেলা থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত