বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫ ১০ মাঘ ১৪৩১
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৬:৪১ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ম‌নির হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত মনির হোসেন টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বেটবাড়ি এলাকার মো. আব্দুল বাছেরের ছেলে।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মনির হোসেন। পরে ওই দিবাগত রাত দেড়টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেন মারা যায়।

তিনি আরও বলেন, হাসপাতালে বর্তমানে ২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এদের পুরুষ ১৮ জন, নারী ৪ জন, শিশু ১ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ভর্তি হয়েছেন ১২ জন, ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত