নড়াইল সদর উপজেলা বিএনপির নব নির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২২ নভেম্বর) বিকালে হবখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে বাগডাঙ্গায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
হবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম।
হবখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইকবাল মোল্যার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নড়াইল সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুস্তাফিজুর রহমান আলেক, সাধারন সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ।
এসময় নড়াইল সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফছিয়ার রহমান, সদস্য সচিব মনজুরুল সাঈদ বাবু, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ সোয়েব মিনা, নলদী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হেমায়েত হোসেন মোল্যা, কৃষকদল নেতা আতিয়ার বিশ্বাস, নলদী ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আশরাফুল বিশ্বাস প্রমুখ।
এসময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।