রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদের জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাদিউজ্জামান তার জামিন না মঞ্জুর করেন। তাকে কারাগারে নেওয়ার সময় দলীয় নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মো. হাদিউজ্জামান তার ডিভিশন আবেদন মঞ্জুর করেন। এরপর প্রিজন ভ্যানে করে আসাদকে কারাগারে নেওয়ার সময় আদালত চত্বরেই ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সাবেক এমপি আসাদকে কারাগারে নেওয়ার সময় জয় বাংলা শ্লোগান দিতে থেকেন আওয়ামী ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আদালত চত্বরে আসাদকে বহনকারী গাড়ি সামনে আসলে তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই- স্লোগান দিতে থাকেন।
কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাকে আদালতে তোলা হয়। তার আইনজীবীরা জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনে আপত্তি জানায়। বিচারক মো. হাদিউজ্জামান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিন আদালতে মোহনপুর থানার আরেকটি মামলায় আসাদকে শ্যেন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়। আদালত এই আবেদনও মঞ্জুর করেন। তবে ডিভিশন পাওয়ার আবেদন জানান আসামিপক্ষের আইনজীবীরা।
রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক মো. আমান উল্লাহ বলেন, ‘জামিন নামঞ্জুর হয়েছি এটা জানি। পরে হয়ত ডিভিশন পেয়ে থাকতে পারেন। সতর্কভাবে কড়া নিরাপত্তায় আদালতে নেওয়া হয় এবং কারাগারে পাঠানো হয়। আমি বিচারপতি মহোদয়ের মিটিংয়ের আছি, পরে কথা বলবো।’
আদালত পুলিশের পরিদর্শক মো. আমান উল্লাহ বলেন, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মোহনপুর থানায় করা একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়। এ সময় তার জামিন আবেদন করা হলে আদালত সেটি নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।