শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
কালীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৬:২৫ PM
গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, জীবনী শীর্ষক কুইজ ও রচনা প্রতিযোগিতার এবং দোয়া কামনার মধ্যে দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। 

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী স্মরণে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ভূঁইয়া প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ বুদ্ধিজীবীদের জীবনী শীর্ষক আলোচনা, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এছাড়াও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্থানীয় সকল উপাসনালয়ে বিশেষ দোয়া করা হয়। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত