আমার বাংলাদেশ পার্টির (এবি) কেন্দ্রীয় সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র-জনতার শক্তির সাথে জোট করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এবি পার্টি। ইতোমধ্যে দেশের অন্তত ৪০টি জেলা এবং দুইশটি উপজেলায় সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে।
শনিবার দুপুরে নীলফামারী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।
মুজিবুর রহমান মঞ্জু বলেন, আলাদাভাবে নির্বাচন করলে তিনশ আসনেই প্রার্থী দেবে এবি পার্টি। সে রকম প্রস্তুতিও রয়েছে আমাদের।
তিনি আরও বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে দেশে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনা নিয়েই আগামীতে রাজনীতি করতে এমনকি দেশের মানুষের সেবা করতে চায় এবি পার্টি।
এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এবি পার্টি রাষ্ট্র মেরামত করে জনগণের অধিকার সুনিশ্চিত করতে রাজনীতিতে এসেছে। দেশের সকল শ্রেণির মানুষ এবি পার্টির রাজনীতিতে সম্পৃক্ত হতে পারবেন।
এসময় আরও বক্তব্য দেন সহকারী সদস্য সচিব আবু হেলাল, জেলা এবি পার্টির আহবায়ক মাওলানা লিয়াকত আলী ও সদস্য সচিব আলতাফ হোসেন।