বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
‘সাংবাদিক পিটিয়ে’ বিএনপি থেকে নেতা সাময়িক বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৭:১৪ PM আপডেট: ১৫.১২.২০২৪ ৭:৫৩ PM
একজন সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনকে সাময়িক বহিষ্কার করেছে বিএনপি।

শুক্রবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিনহাজ আমান নামে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একজন সাংবাদিককে প্রকাশ্যে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার ‘ঘৃণ্য অপরাধের’ সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার দুপুরে আসিয়ান পরিবহনের বাসচালক নয়নের সঙ্গে তর্কের জেরে ইকবাল ও তার অনুসারীদের বিরুদ্ধে নয়নকে মারধরের অভিযোগ ওঠে। এ সময় বাসটি ভাঙচুর করা হয়। সাংবাদিক মিনহাজ আমান এর প্রতিবাদ করলে তাকে লাঞ্ছিত করেন ইকবালের অনুসারীরা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত