সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে ‘এলোমেলো হাঁটার’ কারণে শোকজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১:২০ PM
দৌড়ের নির্দেশ দিলে অন্যদের ‘যোগসাজশে’ তা না করে ‘এলোমেলোভাবে হাঁটার’ অভিযোগে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম বিসিএসের ২৫ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) কারণ দর্শাতে বলা হয়েছে।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে শোকজ করার কথা জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর। একাডেমির প্রিন্সিপালের পক্ষে পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) মো. তানভীর সালেহীন ইমনের সই করা চিঠিতে অভিযুক্ত ২৫ জনের কাছে তিন দিনের মধ্যে এর ব্যাখ্যা চাওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, “গত ২৬ নভেম্বর সাপ্তাহিক প্রশিক্ষণ কর্মসূচি অনুযায়ী বিকেলের সেশনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্যারেড চালু হওয়ার পর কোম্পানির দায়িত্বপ্রাপ্ত সিএএসআই কেন্দ্রীয় কমান্ডের অংশ হিসেবে দৌড়ের নির্দেশ দিলে আপনি আরো কয়েকজনের সঙ্গে যোগসাজশ করে দৌড় না দিয়ে এলোমেলোভাবে হেঁটে হেঁটে চলা শুরু করেন।

“আপনাদের কারণে মাঠের অন্যান্য প্রশিক্ষণার্থী সঠিকভাবে দৌড়াতে পারছিল না। আপনাকে বারবার দৌড়ানোর কথা বলা হলেও আপনি তার কথায় কোনো কর্ণপাত না করে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলা শুরু করেন। আপনিসহ আপনার অন্যান্য সহযোগীদের এরূপ কর্মকাণ্ডের ফলে মাঠে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়।”

একজন প্রশিক্ষণরত এএসপি (প্রবেশনার) হিসেবে এমন আচরণ ও কার্যকলাপ মাঠের সার্বিক প্রশিক্ষণ কার্যক্রমকে চরমভাবে ‘ব্যাহত’ করে এবং মাঠের অন্যান্য প্রশিক্ষণার্থীদেরকে ‘শৃঙ্খলাভঙ্গে’ উৎসাহিত করে। এহেন কার্যকলাপ ও আচরণের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন প্রেরণ করা হবে না’ তার কারণ ব্যাখ্যা করে নোটিস প্রাপ্তির ৩ দিনের মধ্যে লিখিত বক্তব্য দিতে বলা হয়েছে চিঠিতে।

এর আগে বিগত সরকারের সময় নিয়োগ পেয়ে সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচের প্রশিক্ষণরত ৮০৪ জন এসআইর মধ্যে কয়েক দফায় 'বিশৃঙ্খলার অভিযোগ' এনে ৩১৩ জনকে অব্যাহতি দেওয়া হয়।

এছাড়া গত ১৯ নভেম্বর একাডেমিতে ৪০তম বিসিএস পুলিশ ব্যাচের এএসপি ক্যাডেট ও ৪০তম এসআই ক্যাডেটদের সমাপনী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত