বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
ইন্দুরকানীতে খালে বিষ ঢেলে মাছ শিকার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৬:০৭ PM
পিরোজপুরের ইন্দুরকানিতে খালে  বিষ ঢেলে মাছ শিকার করেছে  দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর গ্রামের ছোরের খালে বিষ দিয়ে মাছ শিকার করে দুর্বৃত্তরা। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি শীত মৌসুমে একাধিক দুর্বৃত্ত চক্র উপজেলার বিভিন্ন খালে রাতের আঁধারে বিষ দিয়ে মাছ শিকার করে থাকে। খালের পানিতে বিষ দেওয়ায় মারা পড়ে হাজার হাজার চিংড়ির রেনু সহ বিভিন্ন প্রজাতির ছোট মাছ। স্থানীয়দের চোখকে ফাঁকি দিয়ে রাতের আধারে মাছ শিকার করায় অধিকাংশ সময়েই অধরা থেকে যায় এসব অসাধু চক্র।

সোমবার রাতে পূর্ব চরবলেশ্বর গ্রামের ছোরের খালে বিষ দিয়ে মাছ শিকার করে নিয়ে গেলে মঙ্গলবার ভোরে চিংড়ি মাছ সহ বিভিন্ন ছোট পোনা মাছ পানিতে ভাসতে দেখে নজরে আসে স্থানীয়দের। এ সময় দুপাড়ের বাসিন্দারা খালে নেমে পড়ে মাছ ধরতে। অসংখ্য চিংড়ির রেনু ও ছোট পোনা মাছ ভেসে উঠে খালের পানিতে।

স্থানীয় বাসিন্দা মো: সোহরাব হোসেন জানান, শীত মৌসুমে খালের পানি কমে গেলে অষাধু চক্র প্রতিবছর আমাদের এই খালে বিষ দিয়ে মাছ শিকার করে নিয়ে যায়।

স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য শামসুন্নাহর বেবি জানান, প্রতিবছর এভাবে মাছ শিকার করে নিয়ে যায় একটি চক্র। এ কারণে অনেক পোনা মাছ তো মরেই যায় তারপর বিষ দেয়ায় পানিরও সমস্যা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত