তারুণ্যের নীতি সম্মেলনে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
তারুণ্যের নীতি সম্মেলনে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৬:০৩ PM (Visit: 379)

তারুণ্যের শক্তি, সৃজনশীলতা, ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের নীতি সম্মেলন ২০২৪’। IID এবং Youth for Policy-এর ব্যতিক্রমী এ আয়োজনে বাংলাদেশের তরুণ সমাজ ও নীতিনির্ধারকদের মধ্যে একটি কার্যকর যোগাযোগ ও মতবিনিময়ের ক্ষেত্র তৈরি করা হয়।  

দুই দিনব্যাপী আয়োজনটি ২২ এবং ২৩ ডিসেম্বর বাংলা একাডেমীতে অনুষ্ঠিত হয়। 

প্রথম দিনের আলোচ্য পর্ব ছিল ‘প্রতিবাদ থেকে অগ্রগতি: তারুণ্যের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা ও অর্থনৈতিক কাঠামো গঠন’ শীর্ষক প্যানেল আলোচনা। সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

আলোচনায় অংশ নেন ড. ফাহমিদা খাতুন, মানজুর আহমেদ, এ কে এম জাকারিয়া, নজমুল হাসান এবং টনি মাইকেল গোমেজ। আলোচনায় উঠে আসে তরুণদের দক্ষতা উন্নয়ন, শিক্ষার সাম্যতা এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার প্রয়োজনীয়তা। 

দ্বিতীয় দিনের শুরুতেই একটি তাৎপর্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত  হয়: “বাংলাদেশের ভবিষ্যৎ কেমন দেখতে চায় বর্তমান প্রজন্ম?” অংশগ্রহণকারীরা তাদের স্বপ্ন ও পরিকল্পনা সৃজনশীল ক্যানভাসে তুলে ধরেন। দিনটি আরও রঙিন করে তোলে প্রজন্মের মেলবন্ধন সেশনে জুলিয়ান ফ্রান্সিস ও ড. মানজুর আহমেদের অংশগ্রহণ। তরুণদের প্রশ্নের উত্তর দিয়ে ও তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তারা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ভাগাভাগি করেন।  সম্মেলনের দ্বিতীয়  দিনের শেষ পর্বে একটি ইন্টারেক্টিভ প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়োছিলো। এই বিশেষ প্যানেল আলোচনায় যোগ দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, Students Against Discrimination-এর সমন্বয়ক নজিফা জান্নাত, ব্র্যাক বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক আসিফ সালেহ, ব্যারিস্টার সারা হোসেন, Bdjobs.com-এর সিইও এ কে এম ফাহিম মাশরুর এবং IID-এর সিইও সাইদ আহমেদ।

আলোচনায় তারা তুলে ধরেন কীভাবে নীতিনির্ধারণে তারুণ্যের অংশগ্রহণ নিশ্চিত করা যায় এবং কীভাবে সামাজিক অন্তর্ভুক্তি এবং সমতা অর্জন করা সম্ভব।জাতীয়  কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মো: সালাউদ্দিন, মোছা: লুবনা আক্তার,মোঃ কাজী আবু বক্কর সিদ্দিক , জয়নুল জুবায়ের, হাবিবা খানম সাদিয়া, সালমান সদিক উচ্ছাস, অন্যনা রিচিল এবং  গোলাম কিবরিয়া তরুন প্রতিনিধি হিসেবে সম্মেলনে অংশগ্রহণ করেন এবং তাদের ভাবনা, অভিজ্ঞতা ও  নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন। 

উল্লেখ্য, ‘তারুণ্যের নীতি সম্মেলন ২০২৪’ তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখার অনুপ্রেরণা এবং কার্যকর নীতি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়নের রূপরেখা তৈরিতে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy