মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদণ্ড
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৯ PM
গাজীপুরের কালীগঞ্জের দোলান বাজার ও জামালপুর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। 

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলার দোলান বাজারের সাকিব ও জামালপুর বাজারের সাইফুল ইসলাম নামে দুই ব্যক্তিকে এবং মেডিকেল আইনে বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর এলাকার মাহবুবুর রহমান নামের এক ব্যক্তিসহ তিন জনকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত সাইফুল উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ এলাকার ও সাকিব ভাটিরা এলাকার বাসিন্দা। তারা দুইজনই মুদি দোকানী। অন্যদিকে মাহবুব বাশাইর এলাকার বন্ধন ডায়াগনষ্টিক সেন্টার নামের একটি ক্লিনিকের ব্যবস্থাপক। 

ভ্রাম্যমান আদালতের বিচারক তনিমা আফ্রাদ বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে উপজেলার মোক্তারপুর, বক্তারপুর ও বাহাদুরসাদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় ব্যবসায়ি সাকিব ও সাইফুলকে ২ হাজার করে ৪ হাজার টাকা এবং মেডিকেল প্রেকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর ৭ ও ৮ ধারায় মাহবুবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের তিন মামলায় ৯ হাজার টাকা অর্ধদণ্ড করা হয়।  নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।

অভিযানকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জিসেলি ঘোষ মুনমুন, থানার এসআই মাদুস রানা শামীম, মোহাম্মদ মনিরুজ্জামান, ইউএনও’র সিএ হুমায়ুন সিকদার, বেঞ্চ সহকারী শরীফ হোসেনসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত