ঢাবি সলিমুল্লাহ মুসলিম হলে বিজয় উৎসব উদযাপিত

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি সলিমুল্লাহ মুসলিম হলে বিজয় উৎসব উদযাপিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৪ PM (Visit: 280)

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলে বিজয় উৎসব উদযাপিত হয়েছে। 

এ উপলক্ষ্যে গতকাল সোমবার সন্ধ্যায় হল প্রাঙ্গণে আলোচনা সভা, স্মৃতিচারণ এবং লোকজ সংগীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

হল প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের স্মৃতিচারণ করেন হলের শিক্ষার্থী রায়হান এবং অভ্যুত্থানে শহিদ কামাল মিয়ার মেয়ে সুরাইয়া আক্তার।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশ পেয়েছি তাঁদের অবদান তুলনাহীন। এই মহান শহিদদের ঋণ স্বীকার করা আমাদের প্রতিদিনের দায়িত্ব। শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থান সফল না হলে এই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে চরম দুর্ভোগ পোহাতে হতো। 

সলিমুল্লাহ মুসলিম হলের ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, জাতির বিভিন্ন ক্রান্তিলগ্নে এই হলের শিক্ষার্থীরা সাহসী ভূমিকা রেখেছেন। দেশীয় সংস্কৃতির চর্চা ও সকলের মধ্যে ঐক্য গড়ে তুলতে এধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy