বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫
নিহত শিলাকে হত্যার হুমকি দিয়ে স্টাটাস দিয়েছিল ছোট সাজ্জাদ
চট্টগ্রাম ব্যুরো :
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৯ PM
রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় হিজড়া সম্প্রদায়ের শিলাকে রিতিমতন হত্যারহুমকি দিয়ে স্টাটাস দিয়ে ছিল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ।  নিহত শিলার ছবিসহ একটি স্টাটাস পোস্ট করে ছোট সাজ্জাদ লিখেছিলেন, "আমার চোখের সামনে পড়িস না চোখের সামনে পড়লে তোদের বাবারা তোদেরকে আর বাঁচাতে পারবে না"। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে নিজ বাসা থেকে শিলার মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে তার গলা ও পেটে ধারালো কিছু দিয়ে কাটা হয়েছে। এই প্রতিবেদন লিখা পর্যন্ত (৪ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টা) থানায় কোন মামলা না হলেও ফেসবুকে শিলাকে নিয়ে সাজ্জাদের স্টাটসের বিষয়টি সম্পর্কে জেনেছে আইনশৃংখলা বাহিনী৷ 

সম্প্রতি ফেসবুক লাইভে এসে প্রকাশ্য থানার ওসিকে পেটানোর হুমকি দিয়ে দেশজুড়ে আলোচনায় আসে ছোট সাজ্জাদ। সেই একই ফেসবুক আইডিতে গত ২০২৪ সালের ডিসেম্বরের ১৪ তারিখ নিহত শিলা ও আরেকজন নারীর ছবিতে ক্রস চিহ্ন এঁকে দিয়ে ছোট সাজ্জাদ লিখেছিলেন, "আমার চোখের সামনে পড়িস না চোখের সামনে পড়লে তোদের বাবারা তোদেরকে আর বাঁচাতে পারবে না।"

সেই পোস্টে নিহত শিলার হলুদ জামা পরিহিত একটি একক ছবিতে লাল ক্রস চিহ্ন দেয়া আছে। এছাড়াও সবুজ শাড়ী পরিহিত আরো একজন নারীর ছবি সেখানে দেওয়া হয়েছে।  যেখানে সেই নারীর সাথে সরোয়ার প্রকাশ বাবলা নামের আরো একজনকে দেখা যাচ্ছে। জানা গেছে এই বাবলার সাথে এলাকায় আধিপত্য নিয়ে সাজ্জাদের বিরোধ চলছে৷ সেদিনের আলোচিত লাইভে সাজ্জাদ এই বাবলার নাম উল্লেখ করে তাকে মিথ্যা মামলায় জড়ানোর সাথে বাবলার জড়িত থাকার অভিযোগ তুলেছিল৷ 

অন্যদিকে ১৪ ডিসেম্বর ২০২৪ সালে শিলার ছবিসহ পোস্ট করা স্টাটাসটিতে সাজ্জাদ লিখেছিলেন, তোরা দুই মাগি মিলে আমার বউর সাথে যে গেম খেলতে সস তোরা যে নেতার সনুর পাওয়ারে ওদের সাথে শুয়ে ওদের নাম বিক্রি করে চলতেছেস তোদের নেতাদের বলিস তোদের সামলাইতে আমি সাজ্জাদ যেখানে পাই বিচারটার সাথে সাথেই হবে আমার আদালতে আমি বিচারক কথাটা ভুলে যাস না আমি সাজ্জাদ যা বলি তাই করি তোরা দুই মাগির সাত জনমে ভাগ্য হয় নাই আমি সাজ্জাদের সনু নিয়ার আমার বউ ভাগ্য আছে বলে আমি বিয়ে করছি আমার সংসার এত সহজে নষ্ট করতে পারবি না এটা মনে রাখিস পুকুরের পানি সবাই  ব্যবহার করে কিন্তু খায় না প্রেম সবার সাথে করা যায় বিয়ে করা যায় না তোরা যদি বিয়ের যোগ্য হতে তোদেরই বিয়ে করতাম তোরা তো মাগি, নেতাদের খোরাক তোরা,  তোদেরকে বিয়ে করবো কেমনে মাগিদের কে কেউ বিয়ে করে না আমার চোখের সামনে পড়িস না চোখের সামনে পড়লে তোদের বাবারা তোদেরকে আর বাঁচাতে পারবে না। 

ভুল বানানে লিখে সেই স্টাটাস পর্যালোচনা করে এবং বিভিন্ন সূত্রে জানা গেছে স্টাটাসে থাকা শিলা ৪-৫ বছর আগে সার্জারি করে নিজেকে নারীতে রুপান্তর করেন ৷ জেলগেটে যাতায়াত সূত্রে শিলার সাথে সাজ্জাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷  ২-৩ বছর যাবৎ সাজ্জাদের সাথে শিলার প্রেমের সম্পর্ক ছিল৷ হিজড়া সম্প্রদায়ের একটি অংশের নেতৃত্ব দিতেন নিহত শিলা৷ গত কয়েক মাস আগে তামান্না নামের একটি মেয়েকে বিয়ে করেন সাজ্জাদ৷ অন্যদিকে শিলাও রাঙ্গামাটির কাউখালীর এক ছেলেকে বিয়ে করেন৷ 

অনুসন্ধানে জানা গেছে সেই স্টাটাসটিতে ছবিতে থাকা সবুজ শাড়ি পরিহিতা মেয়েটির নাম আনিকা। সাজ্জাদের ঘনিষ্ঠদের অভিযোগ এই আনিকাকে টোপ হিসেবে ব্যবহার করে কিছুদিন পূর্বে পুলিশ সাজ্জাদকে গ্রেফতারের চেষ্টা করেছিল৷ বিষয়টি টের পেয়ে শেষ মূহুর্তে স্থান পরিবর্তন করায় সাজ্জাদকে ধরতে পুলিশ ব্যর্থ হয়৷ সেদিনের পর থেকে সাজ্জাদের চক্ষুসূল হয় আনিকা। 

মূলত এসব কারণেই ঐ দুই নারীর ওপর ক্ষুব্ধ হয়ে সাজ্জাদ স্টাটাসটি দিয়েছিল। সেই দুই নারীর মধ্যে শিলা রহস্যজনক ভাবে খুন হয়৷ 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ বাংলাদেশ বুলেটিনকে বলেন, শিলার লাশ ময়নাতদন্ত শেষ হয়েছে৷ লাশ দফনের পর তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করবে বলে আমাদের জানানো হয়েছে৷ 

শিলাকে নিয়ে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের ফেসবুক স্টাটাসের বিষয়টি আমরাও শুনেছি৷ মামলা দায়েরের পর তদন্তে সব কিছু উঠে আসবে বলে তিনি জানান৷ 

উল্লেখ্য, শিলার বাবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে। তিনি উপজেলায় হিজড়া সম্প্রদায়ের প্রধান হিসেবে পরিচিত ছিলেন। শিলা কাউখালীর স্থানীয় এক যুবককে বিয়ে করেন। কিন্তু ওই যুবক মাদকাসক্ত। তাদের মধ্যে বনিবনা না হওয়ায় শিলা বিবাহবিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হন।

প্রাথমিক তদন্ত ও আইনি কাজ শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি৷
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত