গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন সোলাইমান তালুকদার (৩৫) নামে এক বিএনপি নেতা। এসময় ছিনতাইকারীরা তার কাছে থাকা লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে যায়। টঙ্গীর স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে। আহত সোলাইমান তালুকদার টঙ্গীর ৪৩ নং ওয়ার্ড বিএনপি সদস্য।
৪৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাাহ নাহিদ জানান, শুক্রবার সন্ধ্যায় ব্যবসায়িক কাজে ঢাকা যাচ্ছিলেন আহত সোলাইমান। স্টেশন রোড এলাকায় পৌঁছালে অজ্ঞাত ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এসময় তার কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানায়, গত এক সপ্তাহের মধ্যে ছিনতাইকারীদের হাতে বেশ কয়েকটি প্রাণহানীর ঘটনা ঘটেছে। অনেক মানুষ আহত হয়েছেন। টঙ্গী অঞ্চলে ছিনতাই নিয়মিত ঘটনা হয়ে দাড়িয়েছে। তবুও প্রশাসনের কার্যকর কোন প্রদক্ষেপ দেখা যায় নি। অতিসত্বর ছিনতাই বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ছিনতাই প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।