সোমবার ১৭ নভেম্বর ২০২৫ ৩ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ১৭ নভেম্বর ২০২৫
খুলনায় একই পরিবারের তিনজনসহ চারজনকে কুপিয়ে হত্যা
খুলনা ব্যুরো
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:২০ PM আপডেট: ১৬.১১.২০২৫ ১১:৩৭ PM

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় দুই নাতি-নাতনিসহ নানিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাতে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।


রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা ও লবনচরা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নগরীর লবনচরা থানাধীন ৩১নং ওয়ার্ডের মুক্তা কমিশনারের কালভার্টের পাশে দরবেশ মোল্লা গলির একটি বাড়ি থেকে তিনটি লাশ উদ্ধার হয়েছে। 

নিহতরা হলেন- মহিদুন্নেছা (৫৫), তার দুই নাতি ফাতিহা (৬) ও মুস্তাকিম (৮)। নিজ বাড়ির মুরগির খামার থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

নিহত শিশুর মা রুবি বেগম বলেন, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। সকাল ৮টার সময় তাদের বাড়িতে রেখে বের হয়ে গেছি। সন্ধ্যায় বাড়ি ফিরে তাদের কাউকে না পেয়ে খোঁজা শুরু করি। পরে তাদের তিনজনকে মুরগির খামারের ভেতরে মৃত দেখতে পাই। আমার চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে। 

অন্যদিকে নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার করিমনগর মোড় এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলাউদ্দিন মৃধা (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জেরে আলাউদ্দিনকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। 

সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার জানান, আলাউদ্দিন করিমনগর এলাকার ইলোরা বেগমের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। সন্ধ্যায় তিনি স্ত্রীসহ ঘরের বারান্দার সিঁড়িতে বসে কথা বলছিলেন। এ সময় ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে আলাউদ্দিনের সঙ্গে কথা বলতে থাকে। হঠাৎ তারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুটি গুলি তার বুকে ও পেটে লাগে। পরে তারা ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিআইডিকে জানায়। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত