বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
গঙ্গাচড়ায় জমি দখল নিয়ে হামলায় চার নারী আহত
গঙ্গাচড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৭ PM
রংপুরের গঙ্গাচড়া উপজেলার তালুক ভূবন এলাকায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চারজন নারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৬ জন অজ্ঞাতনামাকে আসামি করে গঙ্গাচড়া মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী মোছাঃ ছায়রা বেগমের অভিযোগ, তার স্বামী সৌদি আরবে কর্মরত থাকায় আসামিরা স্থানীয় প্রভাব খাটিয়ে তাদের জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল। ঘটনার দিন (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের জমিতে প্রবেশ করে বেড়া-খুঁটি স্থাপন শুরু করে। বাধা দিলে আসামিরা হামলা চালিয়ে ছায়রা বেগমসহ তার মেয়ে লিজা খাতুন, ননদ এশরা খাতুন ও মায়া বেগমকে এলোপাতাড়ি মারধর করে।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, হামলার সময় ছায়রা বেগমকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং তার মেয়ে ও ননদের শ্লীলতাহানি করা হয়। এছাড়া, আসামিরা বাড়ির টিনের বেড়া ভাঙচুর করে ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং ঘরে ঢুকে ১ লাখ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ছায়রা বেগম ও তার মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত