শনিবার ১৪ জুন ২০২৫ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
শনিবার ১৪ জুন ২০২৫
ছাত্রদল নেতা সাম্য হত্যায় ‘রাজনৈতিক কারণ’ রয়েছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৮:০২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যার ঘটনায় রাজনৈতিক কারণ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

যারা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের পতাকার পক্ষে কথা বলছে, তাদেরই হত্যা করা হচ্ছে মন্তব্য করে রিজভী বলেন, এখন তো শেখ হাসিনার ফ্যাসিবাদ নেই, যেখানে ক্যাম্পাসগুলো মুক্ত ও সুন্দর হবার কথা, সেখানে ঘটছে হত্যার মতো ঘটনা।

তিনি বলেন, যমুনার সামনে এনসিপিকে স্বাগত, আরেকদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন অগ্রাহ্য করে সরকার দ্বৈতনীতি দেখিয়েছে। সরকার কোন বিশেষ দল বা আদর্শকে প্রতিষ্ঠিত করতে চাইলে জনগণ তা মেনে নিবে না।

ঢাবি ভিসির সমালোচনা করে তিনি বলেন, ভিন্ন মতাদর্শের কারণে ছাত্রদলের সঙ্গে অশোভন আচরণ করছেন ভিসি। রাজনৈতিক কারণেই এই হত্যাকাণ্ড হয়েছে জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জরুরি পদক্ষেপ নেয়ার তাগিদ দেন রিজভী।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছুরিকাঘাতে খুন হন সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলো শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত