বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৩ আগস্ট ২০২৫
বিএনপি নেতা ফজলুকে বহিষ্কারের দাবি বৈষম্যবিরোধীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৬:৪৮ PM
ফজলুর রহমানের বক্তব্যকে কুরুচিপূর্ণ দাবি করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার না করলে কিশোরগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণাসহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অবিলম্বে ফজলুর রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কারসহ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সারজিস আলমের বিরুদ্ধে মামলা ও শেখ হাসিনার পতনের আন্দোলনের নেতাদের বিরুদ্ধে বক্তব্যের প্রতিবাদে বুধবার (১৩ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া ও সদস্য সচিব ফয়সাল প্রিন্স।

বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গণঅভ্যুত্থানকে অস্বীকার করে আন্দোলনকারীদের সন্ত্রাসীসহ বিভিন্ন মিথ্যা অপবাদে কালিমা লিপ্ত করছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফজলুর রহমানকে তার এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় কিশোরগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। তাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমরা দাবি জানাচ্ছি, যেন অবিলম্বে ফজলুর রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কারসহ ব্যবস্থা নেওয়া হয়। যদি কোনও ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ছাত্র-জনতা যদি কোনও কর্মসূচি গ্রহণ করে, তা থেকে উদ্ভূত পরিস্থিতির দায় বিএনপিকে বহন করতে হবে।

সারজিস আলমের বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা ও বানোয়াট দাবি করে ভবিষ্যতে অন্য নেতৃবৃন্দের বিরুদ্ধে পুলিশ হত্যাসহ বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলার আশঙ্কা ব্যক্ত করে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। অন্যথায় বসে না থেকে পুনরায় রাপজপথে নামার ঘোষণা দেন।

বক্তারা আরও বলেন, আমরা এখনও ঘরে ফিরে যাইনি। যদি আমাদেরকে হয়রানিসহ অস্বীকার করার প্রবণতা দেখা যায়, আবার রাজপথে নেমে রক্ত দিতে প্রস্তুত আছি। ফজলুর রহমান গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যেভাবে কটাক্ষ করছেন এতে বিএনপির শতাধিক শহীদ ও আহতরাও এর শিকার হচ্ছেন।

প্রসঙ্গত, সম্প্রতি টেলিভিশন টকশোতে এনসিপি নেতাদের নিয়ে বিরূপ মন্তব্য করেন বিএনপির এই নেতা। এর থেকেই বিতর্কের সৃষ্টি হয়। অনেকেই এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও এর প্রতিক্রিয়া জানান। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত