বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৩ আগস্ট ২০২৫
পরিবেশ রক্ষায় নড়াইলে বৃক্ষরোপণ কর্মসূচি
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৬:৫৫ PM
পরিবেশ ও প্রকৃতি রক্ষা, সৌন্দর্য বর্ধন এবং বজ্রপাতে মৃত্যুহার কমাতে নড়াইলে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) সকালে লোহাগড়া-নড়াইল সড়কের মালিবাগ এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

জেলা প্রশাসনের আয়োজনে এবং ব্রাংক নড়াইল ব্যাপ্টিস্টের সহযোগিতায় জারুল, বকুল, কৃষ্ণচূড়া, সোনালুসহ নানান প্রজাতির সৌন্দর্যবর্ধনকারী গাছ রোপণ করা হয়।

পরে ভওয়াখালী এলাকায় রেললাইন দুই পাশে তাল ও খেজুর গাছ লাগানো হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা কৃষি কর্মকর্তা জসীম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, মোটরযান পরিদর্শক (বিআরটিএ) মো. ফরহাদ হোসেন ও জেলা সমন্বয়ক ব্রাক ব্যাংক মো. জাহিদুল ইসলাম।

এসময় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “বজ্রপাতে মৃত্যুর অন্যতম কারণ হলো পরিবেশ থেকে তালগাছ হারিয়ে যাওয়া। এ বছর নড়াইলে সাত থেকে আট হাজার তালগাছ লাগানো হয়েছে। এর মধ্যে রেললাইনের এই এলাকায় সাত শত তালগাছ রোপণ করা হয়েছে। প্রতিটি চারা বেড়া দিয়ে সুরক্ষিত রাখা হয়েছে।”

তিনি আরও জানান, কয়েক হাজার খেজুর গাছ লাগানো হয়েছে যাতে ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড়ের উৎপাদন ফিরিয়ে আনা যায়। এই গাছগুলো সৌন্দর্য বাড়াবে, পাখির আশ্রয়স্থল হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত