মঙ্গলবার ১২ আগস্ট ২০২৫ ২৮ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ১২ আগস্ট ২০২৫
চারদিন পর চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল শুরু
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৬:৫৮ PM
চারদিন বন্ধ থাকার পর চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে  ফেরি চলাচল শুরু হয়েছে। 

সোমবার (১১ আগস্ট) সকাল ৭ টা হতে  চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারী  প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।

সোমবার (১১আগষ্ট) সকাল ৯টায় মুঠোফোনে প্রতিবেদককে বলেন, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের ১৬ টি গেইট  ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারনে গত ৭ আগস্ট  সকাল ৭ টা হতে এই নৌ রুটে ফেরি চলাচল  বন্ধ করা হলেও আজ সোমবার ( ১১ আগস্ট)  সকাল ৭ টায় হতে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে দেখা যায়, কর্ণফুলীর নদীর দুই পাড়ে অসংখ্য হালকা এবং মাঝারি যানবাহন  ফেরিতে  উঠছে। আবার কিছু কিছু যানবাহন ফেরিতে উঠার অপেক্ষা করছে। রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ফেরিঘাট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

এসময় চন্দ্রঘোনা ফেরিঘাটে   কথা হয় বাস চালক মো: ইউসুফ, বলেন, কর্ণফুলী নদীতে পানির স্রোত বেশী থাকায় গত ৪ দিন   ফেরি চলাচল বন্ধ থাকায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি। আজ সোমবার হতে ফেরি চালু হওয়ায় আমাদের কষ্ট একটু কম হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত