বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৩ আগস্ট ২০২৫
শাবিপ্রবি ছাত্রাবাসের পাশে ছুরিকাঘাতে শিক্ষক খুন
সিলেট ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২:০৯ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস সংলগ্ন বড়গুল এলাকায় ছুরিকাঘাতে মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। 

আজ বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত মাওলানা জুবায়ের আহমদ (৪৫) সিলেটের জালালাবাদ থানাধীন আখালিয়া বড়গুল এলাকার মৃত মদরিছ আলীর ছেলে। তিনি স্থানীয় ডা.তানজিনা আহমেদ দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসায় যাওয়ার পথে নিকট আত্মীয় নয়ন আহমদ তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, মাদকসেবনসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নয়নকে কয়েক দফা সতর্ক করেন জুবায়ের। এর জেরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেই বিরোধ থেকেই নয়ন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। 

জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী বলেন, ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পারিবারিক বিরোধের জেরে তাকে খুন করা হয়েছে বলে জানা গেছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত