বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫
আন্দোলন ‘ছিনতাই’ হবার দাবি করল নেপালের জেন-জি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৩ PM
নেপালের রাজধানী কাঠমান্ডুর রাস্তায় টহল মোতায়েন করেছে সেনাবাহিনী। দেশটির পার্লামেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় পাহারা দিতে শুরু করেছে সেনারা। সেই সঙ্গে যে কোন সহিংসতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে নেপাল সেনাবাহিনী।

দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ অগ্নিসংযোগ ও সহিংসতায় রূপ নেয়। রাজনীতিবিদদের বাড়িঘর ভাঙচুর, সরকারি ভবনে আগুন এবং সংসদে আগুন দেয়ার ঘটনায় প্রধানমন্ত্রী পদত্যাগ করেন। সোমবার থেকে বুধবার পর্যন্ত কাঠমান্ডু ও বিভিন্ন জেলায় সহিংসতায় ২৯ জন নিহত হয়েছেন।

বিক্ষোভে নেতৃত্ব দেয়া জেন-জি গোষ্ঠীগুলো ধ্বংসযজ্ঞ থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়ার পাশাপশি দাবি করছেন দেশের সুবিধাভোগী গোষ্ঠী তাদের আন্দোলন ‘ছিনতাই’ করে নিয়ে গেছে। 
আজ বুধবার কাঠমান্ডুর বিমানবন্দর পুনরায় খুলে দেয়া হয় এবং রাজধানী তুলনামূলকভাবে শান্ত ছিলো, কারণ বেশিরভাগ বাসিন্দা কারফিউ মেনে চলছেন। তবে জ্বলন্ত ভবন থেকে এখনও ধোঁয়া উঠছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা সেনাবাহিনী বিক্ষোভকারীদের শান্তি আলোচনায় যোগ দেয়ার আহবান জানিয়েছে। 

ছাত্রনেতারা জানিয়েছেন, তারা দেশের শাসন ব্যবস্থা ও রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তনের জন্য একটি দাবিমালা তৈরি করছেন। সেই সব দাবি অচিরেই নতুন নেতৃত্বের কাছে দেয়ার হবে। 
রাজধানী জুড়ে এখন সামরিক চেকপয়েন্ট রয়েছে, যেখানে অফিসাররা যে কোনও যানবাহনের আইডি পরীক্ষা করছেন। সেনা টহলের মধ্যেই কিছু তরুণ রাস্তায় বেরিয়েছে, আবর্জনার পাত্র বহন করছে এবং মুখোশ পরে বিক্ষোভের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি পরিষ্কার করছে। তাদের মধ্যে ১৪ বছর বয়সী সাং লামাও রয়েছেন, যিনি বিক্ষোভে যোগ দেননি, কিন্তু তিনি আশাবাদী যে এটি নেপালে পরিবর্তন আনবে।
সাং লামা বলেন, দুর্নীতির বিষয়টি নেপালে অনেক দিন ধরেই চলছে এবং আমার মনে হয় জাতির পরিবর্তনের সময় এসেছে। আমি সত্যিই আশা করি এটি আমাদের দেশে ইতিবাচক কিছু আনতে পারে।

২৪ বছর বয়সী পরশ প্রতাপ হামাল, যিনি মঙ্গলবারের বিক্ষোভে অংশ নিয়েছিলেন, বলেছেন, তিনি এখন রাজপথ পরিষ্কার করছেন। কারণ তাদের আন্দোলনে প্রচুর দূষণ সৃষ্টি করেছে। তিনি বিশ্বাস করেন, নেপালের স্বাধীন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়োজন। তার পছন্দ মেয়র বলেন্দ্র শাহকে। 
জেন-জি বিক্ষোভকারীদের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের আন্দোলন অহিংস ছিল এবং এখনও আছে এবং শান্তিপূর্ণ নাগরিক সম্পৃক্ততার নীতিতে নিহিত। তারা আরও জানিয়েছে, তারা পরিস্থিতি দায়িত্বের সাথে পরিচালনা, নাগরিকদের সুরক্ষা এবং জনসাধারণের সম্পত্তি রক্ষা করার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে মাঠে নামিয়েছে।
ললিতপুর শহরে বসবাসকারী একজন উদ্যোক্তা প্রভাত পৌডেল বলেন, সুপ্রিমকোর্টের মতো সরকারি ভবন, যা আমাদের নিজস্ব জাতীয় সম্পদ পুড়িয়ে দেওয়ার ঘটনা আমাকে হতবাক করে দিয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত