বুধবার ১২ নভেম্বর ২০২৫ ২৮ কার্তিক ১৪৩২
বুধবার ১২ নভেম্বর ২০২৫
গাজা সীমান্তে সামরিক ঘাঁটি তৈরীর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১২:১২ PM
ফিলিস্তিনের গাজা সীমানায় বড় একটি সামরিক ঘাঁটি বানানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইসরায়েলি অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘শরিম’ জানিয়েছে, এই ঘাঁটি নির্মাণে প্রায় ‘৫০ কোটি ডলার’ খরচ হতে পারে। 

মার্কিন সরকার এই ঘাঁটিটিতে ‘হাজারের বেশি সেনা ও ভারী অস্ত্র’ রাখতে চায়। শরিমের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ইরানি গণমাধ্যম প্রেস টিভি। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘাঁটি বানানোর সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যে উদ্বেগ দেখা গেছে এবং অনেকের ধারণা, ইসরায়েলকে সাহায্য করে যুক্তরাষ্ট্রের এটি ‘নতুন আগ্রাসনের ইঙ্গিত।’ 

ইসরায়েলি গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, আমেরিকার তৈরি এই ঘাঁটি ওয়াশিংটনকে ইসরায়েলের সরাসরি সমন্বয় ছাড়াই কাজ করার ক্ষমতা দেবে এবং পরিস্থিতি নিজেদের মতো গঠন করার সুযোগ তৈরি করবে। গত সপ্তাহে ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে আমেরিকার একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থান নিয়ে আলোচনাও করেছে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের গাজায় চলমান ‘গণহত্যামূলক যুদ্ধ’ নিয়ে বৈশ্বিক ক্ষোভ যখন তীব্র হচ্ছে, তখন এই পরিকল্পনা প্রকাশ্যে এলো। তাদের মতে, ইসরায়েল হয়তো সাময়িকভাবে আন্তর্জাতিক চাপ কমাতে তার মিত্রদের মাধ্যমে নিজের লক্ষ্য পূরণের চেষ্টা করছে।

ফিলিস্তিনি কর্মকর্তারা এই বিষয়ে সতর্ক করে বলেছেন, এই ধরনের পদক্ষেপ ‘এক দখলদারিত্বকে অন্য দখলদারিত্ব দিয়ে প্রতিস্থাপন’ করার প্রচেষ্টা মাত্র অর্থাৎ ইসরায়েলি সেনাদের জায়গায় বিদেশি সৈন্যদের বসানো। 

নভেম্বরের শুরুতে গাজার হামাস আন্দোলনের সিনিয়র নেতা মুসা আবু মারজুক আল জাজিরাকে বলেছেন, ‘আমরা এমন কোনো সামরিক বাহিনী মেনে নিতে পারি না, যা গাজায় দখলদার সেনাবাহিনীর বিকল্প হিসেবে কাজ করবে।’

এর আগে ওয়াশিংটন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব এনেছিল, যেখানে ‘ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ)’ নামে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের কথা বলা হয়। এই বাহিনী যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার ও মিশরের নেতৃত্বে গঠিত হওয়ার কথা এবং সেখানে বলা হয়েছিল যে, এই বাহিনী অন্তত দুই বছর গাজায় অবস্থান করবে। 

সমালোচকদের মতে, এই পরিকল্পনা আসল সমস্যাগুলো যেমন ইসরাইলি দখলদারিত্ব, যুদ্ধাপরাধের দায়বদ্ধতা, এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণের অধিকার সম্পূর্ণভাবে উপেক্ষা করছে। এরমাঝে নতুন করে আসছে মার্কিন ঘাঁটি বানানোর খবর।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত