এ বছর বর্ষসেরা গোলের দৌড়ে এগিয়ে রয়েছে বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের নাম। পুস্কাস জয়ের তালিকায় তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ ফুটবলার। এ ছাড়া নারী ফুটবলেও ফিফা সেরা গোলের ক্যাটাগরিতে ১১ জনের তালিকা করেছে।
এস্পানিওলের বিপক্ষে গত মে মাসে বক্সের বাইরে থেকে দৌড়ের ওপর বাঁ পায়ের বাঁকানো শটে অসাধারণ এক গোল করেছিলেন ইয়ামাল। সেটি জায়গা করে নিয়েছে ফিফার পুস্কাস অ্যাওয়ার্ডের তালিকায়। যদিও ইয়ামাল ছাড়া বাকি নামগুলো কিছুটা অপরিচিত।
তারা হচ্ছেন– আলেরান্দ্রো, আলেসান্দ্রো দিয়োলা, পেদ্রো দে লা ভেগা, সান্তিয়াগো মন্টিয়েল, আমর নাসের, কার্লোস ওরান্তিয়া, লুকাস রিবেইরো, রিজকি রিধো ও কেভিন রদ্রিগেজ।
মেয়েদের পুস্কাসের নামকরণ করা হয়েছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তা ভিয়েরার নামে। ‘মার্তা অ্যাওয়ার্ড’-এর জন্য স্বয়ং মার্তাও মনোনয়ন পেয়েছেন। গত বছরের নভেম্বরে কানসাস সিটির বিপক্ষে ওরল্যান্ডো প্রাইডের এই ফরোয়ার্ড দ্রুতগতিতে বক্সে ঢুকে ড্রিবলিংয়ে পরাস্ত করেন দুই ডিফেন্ডারকে। এরপর গোলকিপারকে কিছুটা ঘুরিয়ে ফাঁকা জালে বল ঠেলে দেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অ্যালি সেন্টনর ও নেদারল্যান্ডসের ভিভিয়ানে মিয়েদেমার তার সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
নারী ফুটবলে বর্ষসেরা গোলের মনোনয়ন পাওয়া ১১ জন হচ্ছেন– জর্দিন বাগ, মারিওনা কালদেন্তি, অ্যাশলে চিটলি, কাইরা কুনি-ক্রস, জন রিয়ং-জং, মার্তা, ভিভিয়ানে মিয়েদেমা, কিশি নুনিয়েজ, লিজভেথ ওভাল, অ্যালি সেন্টনর, খাদিজা শ।
৩ ডিসেম্বরের ফিফার ওয়েবসাইটে গিয়ে মধ্যে মনোনীত ফুটবলারদের ভোট দিতে হবে। আসন্ন ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর, ওয়াশিংটনে। ওই ড্র অনুষ্ঠানেই পুস্কাস পুরস্কার ঘোষণা করা হবে কি না তা এখনও নিশ্চিত নয়।